Admission

Home

/

Admission

ছাত্রভর্তির নিয়ম:

কেবলমাত্র মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ আছে।
ভর্তির জন্য নির্দিষ্ট আবেদনপত্র দেওয়া হয়। (প্রসপেক্টাস সহ ফর্মের দাম ৫০/-টাকা)

ভর্তি পরীক্ষার পাঠ্যসূচি আবেদনপত্রের সঙ্গে দেওয়া হয়।
ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচন করা হয়।
যথাযথভাবে পুরণ করা আবেদনপত্র অভিভাবককে স্কুলেই জমা দিতে হবে।

ভর্তির সময় লাগবে:

১) জন্ম তারিখের প্রমাণ পত্রের জেরক্স

২) আধার কার্ডের জেরক্স

৩) ট্রান্সফার সার্টিফিকেট

৪) রঙিন ছবি (পাসপোর্ট সাইজ)

৫) পিতা ও মাতার আধার কার্ডের জেরক্স

৬) ব্যাংক একাউন্ট

৭) ব্লাড গ্রুপ

৮) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

দুঃস্থ অথচ মেধাবী ছাত্র ভর্তির নিয়মাবলী:

ক্লাস ভিত্তিক ১০% আসন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে সংরক্ষণ করা আছে।
এই সংরক্ষণ ব্যক্তি বা সংস্থার আর্থিক সাহায্যের উপর নির্ভরশীল।
সংরক্ষণের আবেদন সম্পূর্ণভাবে সত্য ও বাস্তব হতে হবে।

আশাপুর পাবলিক স্কুল (উঃ মাঃ)

স্থাপিত: ২০১৮

পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠক্রম

Organised by : Ideal Knowledge and Educational Welfare Trust Govt. Regn. No. 0904009690/2018

Get In Touch

Address

সাং - আশাপুর, পোঃ - খরবা, থানা - চাঁচল,
জেলা - মালদহ, পঃ বঃ, পিন - ৭৩২১৫০
আশাপুর অটোস্ট্যান্ড হইতে পূর্ব দিকে নতুন হাটের বিপরীত দিকে

Email

ashapurpublicschool@gmail.com

© All Rights Reserved.
Designed By: Idealcore Solution LLP