কেবলমাত্র মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ আছে।
ভর্তির জন্য নির্দিষ্ট আবেদনপত্র দেওয়া হয়।
(প্রসপেক্টাস সহ ফর্মের দাম ৫০/-টাকা)
ভর্তি পরীক্ষার পাঠ্যসূচি আবেদনপত্রের সঙ্গে দেওয়া হয়।
ভর্তি
হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের
ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচন করা হয়।
যথাযথভাবে পুরণ করা
আবেদনপত্র অভিভাবককে স্কুলেই জমা দিতে হবে।
১) জন্ম তারিখের প্রমাণ পত্রের জেরক্স
২) আধার কার্ডের জেরক্স
৩) ট্রান্সফার সার্টিফিকেট
৪) রঙিন ছবি (পাসপোর্ট সাইজ)
৫) পিতা ও মাতার আধার কার্ডের জেরক্স
৬) ব্যাংক একাউন্ট
৭) ব্লাড গ্রুপ
৮) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
ক্লাস ভিত্তিক ১০% আসন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধার
ভিত্তিতে সংরক্ষণ করা আছে।
এই সংরক্ষণ ব্যক্তি বা সংস্থার আর্থিক
সাহায্যের উপর নির্ভরশীল।
সংরক্ষণের আবেদন সম্পূর্ণভাবে সত্য
ও বাস্তব হতে হবে।
স্থাপিত: ২০১৮
পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠক্রম
Organised by : Ideal Knowledge and Educational Welfare Trust Govt. Regn. No. 0904009690/2018
সাং - আশাপুর, পোঃ - খরবা, থানা - চাঁচল,
জেলা - মালদহ, পঃ বঃ, পিন - ৭৩২১৫০
আশাপুর অটোস্ট্যান্ড হইতে পূর্ব দিকে নতুন হাটের বিপরীত দিকে
ashapurpublicschool@gmail.com
©
All Rights Reserved.
Designed By:
Idealcore Solution LLP