About Us

Home

/

About Us

Director's Message:

শ্রদ্ধেয় সুধী,
সর্বপ্রথমে স্রষ্টার নিকট আপনার জন্য মঙ্গল কামনা করি এবং শুভেচ্ছা জানাই আশাপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে। স্রষ্টার অসীম কুদরতে আশাপুর পাবলিক স্কুলের শুভযাত্রা শুরু হয়েছে । আমরা সবাই চাই আমাদের সন্তান সন্ততি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উপযুক্ত মানুষ হয়ে উঠুক। বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পাক তার গুণকীর্ত্তন। আমাদের সবার ইচ্ছা তারা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার উচ্চপদস্থ সরকারী আধিকারিক হয়ে, সর্বোপরি আদর্শ মানুষ হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়। প্রত্যেকটি সন্তান-সন্ততি বর্তমান যান্ত্রিক সভ্যতায় ডিগ্রি অর্জন করে শুধু মানব যন্ত্র না হয়ে অবহেলিত সমাজকে নেতৃত্ব দিতে পারে তার উপযুক্ত হয়ে উঠুক।

আপনাদের সস্তান-সন্ততিকে নিয়ে দেখা এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সম্পূর্ণ আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছি আশাপুর পাবলিক স্কুল। আপনার-আমার গৃহ পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা আর্থসামাজিক অবস্থা উপযুক্ত নাও থাকতে পারে। কিন্তু সস্তান-সন্ততিদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই। শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ ও যথাযথ পরিচর্যা পেলে তারা প্রত্যেকেই স্বপ্ন পুরণ করতে পারে এবং সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা পেতে পারে। প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি সযত্ন, পর্যবেক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং যথাযথ পরিচর্যার অঙ্গীকার নিয়ে প্রস্তুত রয়েছেন আমাদের স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং অসংখ্য শিক্ষানুরাগী মানুষ | আমাদের এই আন্তরিক শুভ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সহযোগিতা ও শুভেচ্ছা কামনা করি।



ধন্যবাদান্তে-
হারুন অল রসিদ
সম্পাদক
আশাপুর পাবলিক স্কুল (উঃ মাঃ)

লক্ষ্য:

আমাদের লক্ষ্য হল আশাপুর পাবলিক স্কুলে আধুনিক শিক্ষা প্রদান করে আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সমাজে উদ্ভাবনী ব্যক্তিত্ব হিসেবে গঠিত করা।
আমরা প্রত্যেক ছাত্রের স্বপ্ন এবং বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য তৈরি করতে চাই।


দর্শন:

আমাদের দর্শন হল একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজের গঠন করা যা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে উত্তরদায়ী, দারিদ্রবিরোধী ও সৃজনশীল নাগরিক হিসেবে তৈরি করবে।

আশাপুর পাবলিক স্কুল (উঃ মাঃ)

স্থাপিত: ২০১৮

পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠক্রম

Organised by : Ideal Knowledge and Educational Welfare Trust Govt. Regn. No. 0904009690/2018

Get In Touch

Address

সাং - আশাপুর, পোঃ - খরবা, থানা - চাঁচল,
জেলা - মালদহ, পঃ বঃ, পিন - ৭৩২১৫০
আশাপুর অটোস্ট্যান্ড হইতে পূর্ব দিকে নতুন হাটের বিপরীত দিকে

Email

ashapurpublicschool@gmail.com

© All Rights Reserved.
Designed By: Idealcore Solution LLP