Rules

Home

/

Rules

বিদ্যালয়ের নিয়মাবলী

১) বিনা অনুমতিতে কোনো ছাত্র-ছাত্রী ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।

২) যেখানে সেখানে থুতু ও নোংরা আবর্জনা ফেলা যাবে না। তার জন্য ডাস্টবিন ব্যবহার করা বাধ্যতামুলক।

৩) প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদের প্রতি যত্নশীল হতে হবে। যেকোনো ধরনের ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে।

8) প্রত্যেকে নিজের ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করবে, বিনা অনুমতিতে অন্যের জিনিস ব্যবহার করবেন না।

৫) স্কুল/হোস্টেল ছুটি না হলে জরুরি কারণ ছাড়া কোনো ছাত্র-ছাত্রী বাড়ি যেতে পারবে না।

৬) ছুটি শেষ হওয়ার দিনে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য হোস্টেলে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, সঙ্গে অভিভাবকদের উপস্থিতি আবশ্যিক।

৭) ছুটি শেষ হওয়ার পরদিন বা পরবর্তী দিনগুলি জরুরি কারণ ছাড়া অনুপস্থিত থাকলে স্কুলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে।

৮) প্রতি মাসের হোস্টেল চার্জ ও অন্যান্য বকেয়া মাসের ৫ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।

৯) ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ।

১০) প্রধান শিক্ষক অথবা হোস্টেল সুপারের বিনা অনুমতিতে কোনো ছাত্র-ছাত্রী কারো মোবাইল থেকে ফোন করলে,তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

১১) কোনো ছাত্র-ছাত্রী কোনো ধরনের দৃষ্টিকটু পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারবে না।

১২) মাসিক বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া বাধ্যতামূলক। পে - রিসিপ্ট দেখিয়ে বিল সংগ্রহ করতে হবে।

১৩) বিদ্যুৎও পানির অপচয় রোধে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে যত্নশীল হতে হবে।

১৪) ক্লাস, কোচিং, গ্রুপ ডিস্কাশন, সেমিনার চলাকালীন কোনো ছাত্র-ছাত্রীকে ফোন করা যাবে না।

১৫) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে ক্লাস করতে হবে।

১৬) মিশনের নিয়মকানুন লঙ্ঘন করা অথবা যে কোনো ধরনের গর্হিত কাজের জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করা হতে পারে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১৭) প্রতিষ্ঠানের নিয়মবিধির জরুরি ভিত্তিক কোনো পরিবর্তন হলে সকলছাত্র-ছাত্রী তা মেনে নিতে বাধ্য থাকবে।

বিঃদ্রঃ
১) কোনো কারণে চলতি শিক্ষাবর্ষের মাঝে ছাত্র-ছাত্রী তুলে নিতে চাইলে ১২ মাসের বেতন পরিশোধ করিতে হবে।
২) প্রাকৃতিক দুর্ষোগ বা অসুস্থতার জন্য শিক্ষার্থী স্কুলে উপস্থিত না থাকলেও ১২ মাসের সম্পূর্ণ বেতন দেওয়া বাধ্যতামূলক।

আশাপুর পাবলিক স্কুল (উঃ মাঃ)

স্থাপিত: ২০১৮

পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠক্রম

Organised by : Ideal Knowledge and Educational Welfare Trust Govt. Regn. No. 0904009690/2018

Get In Touch

Address

সাং - আশাপুর, পোঃ - খরবা, থানা - চাঁচল,
জেলা - মালদহ, পঃ বঃ, পিন - ৭৩২১৫০
আশাপুর অটোস্ট্যান্ড হইতে পূর্ব দিকে নতুন হাটের বিপরীত দিকে

Email

ashapurpublicschool@gmail.com

© All Rights Reserved.
Designed By: Idealcore Solution LLP